Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

কুমিল্লা বিভাগ

দুর্বার বাংলাদেশের ঈদ উপহার বিতরণ

মোঃ রাসেল সোহেল:
৭ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো





‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’—এই হৃদয়স্পর্শী স্লোগানকে ধারণ করে কুমিল্লায় শতাধিক অসহায় ও গরীব মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বাংলাদেশ। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল কুমিল্লা রিপোর্টার্স ক্লাব।


বুধবার( ৪জুন) সকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘দুর্বার বাংলাদেশ’

এবং ‘কুমিল্লা রিপোর্টার্স ক্লাব’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার বাংলাদেশের উপদেষ্টা শওকত আলী, চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত, পরিচালক আকিব হাসান, সহ-পরিচালক অমিত হাসান, সভাপতি সায়েদা ফারহানা, সহ-সভাপতি আলম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিজোয়ানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আমানত বিজয় ইসলাম, অর্থ সম্পাদক আইয়ুব মিয়াজি প্রমুখ।


এছাড়া কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, দুর্বার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান (রাফি), সদস্য মাহমুদ, রাত্রি, মেহজাবিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

৭ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন