Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় ২টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

শাহ ইমরান:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চান্দিনায় দুটি ব্রিক ফিল্ড কে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং চান্দিনা উপজেলা প্রশাসন এর সহযোগিতায় চান্দিনা উপজেলায় অবস্থিত মেসার্স মমতাজ ব্রিকস-২ কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫ (২), ৮(৩) ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা

করায় ৪ লক্ষ টাকা ও মেসার্স হাজী ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫ (২), ৮(৩) ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। 


অভিযানকালে ইটভাটাগুলোর কিলন ভেঙ্গে ফেলা হয় এবং পানি দিয়ে আগুন নিভানো হয়। 


মোবাইল কোর্ট পরিচালনা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস। 


এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেছেন চান্দিনা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনী ৷

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন