Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

কুমিল্লা বিভাগ

নাশকতার প্রস্তুতিকালে কুমিল্লা নগরীতে ছাত্রলীগ-যুবলীগের ২৯ জন নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার:
২৭ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা নগরীতে নাশকতা, সহিংসতার করার প্রস্তুতিকালে ছাত্রলীগ যুবলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। 


শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর রাত পর্যন্ত কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।


কোতোয়ালি থানা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুমিল্লার আইন শৃংখলা ও জন জীবন স্বাভাবিক রাখতে

গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অরাজকতা,আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি : ব্যানার,  লাঠি,  গ্যাসলাইটসহ  টমছমব্রীজ এলাকা ও বাদুরতলা এলাকায় অভিযান করে মোট ২৯ জনকে আটক করেছে । 

এছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক  করা হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন