৫ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বর্ধিত করে ৪১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। এতে জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কমিটি অনুমোদিত হয়েছে। কয়েক মাস আগে বিলুপ্ত হওয়া কমিটির অন্তত তিনজন বর্তমান কমিটিতে রয়েছেন যাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে তৃণমূল নেতৃবৃন্দ নাম না প্রকাশের
শর্তে বলেছেন।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম, আমীরুজ্জামান আমীর, অ্যাডভোকেট আলী আক্কাস, মোস্তফা জামান, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, কামরুল হুদা, অধ্যাপক সারওয়ার জাহান দোলন, নজির আহমেদ ভূঁইয়া, রেজাউল কাইয়ুম, নজরুল হক ভূঁইয়া স্বপন, জামাল খন্দকার।
সদস্য পদে রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সাবেরা আলাউদ্দিন, জসিম উদ্দিন, অ্যাডভোকেট খায়রুল এনাম খান তৌফিক, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, অ্যাডভোকেট অ হ ম তাইফুল আলম, সাকিনা বেগম, তাজুল ইসলাম, মিজানুর রহমান চেয়ারম্যান, হাজী সিদ্দিকুর রহমান, মাহবুব চৌধুরী (মুক্তিযোদ্ধা), রইছ আবদুর রব, কায়সার আলম সেলিম, তাহের পলাশী, মুজিব আহমেদ ডা. গোলাম কাদের চৌধুরী (নোবেল), শাহ সুলতান খোকন, জুনাব আলী, মুজাহিদ চৌধুরী, মমিনুল ইসলাম ভূঁইয়া, আবদুল রহমান বাদল, তরিক আহমেদ ভূঁইয়া, ডা. নজরুল ইসলাম শাহিন, সফিউল আলম রায়হান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাজেদুল মোল্লা হীরন, ইলিয়াস পাটোয়ারী, সিরাজুল ইসলাম মিলন।
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫