বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি মনে করেন, সরকারের এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি সরকারের সমালোচনা
করে বলেন, সরকার দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নিচ্ছে, যা দেশের মানুষ মেনে নেবে না। এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, উপদেষ্টার এই বক্তব্য কেউ মানবে না। এ সময় তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য উল্লেখ করে বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়।
বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। তবে সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি সরকারের উদ্দেশ্যে জোরালো বার্তা দেন যে, জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫