Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রবাসের খবর

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রি স্ট্রিটে ডাকাতের গুলিতে নিহত হয়েছে সোহাগ নামের এক প্রবাসী বাংলাদেশি।

স্থানীয় সময় শনিবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে জোহানসবার্গের ব্রি স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন নোয়াখালী সুপার মার্কেটে ছয় জনের ডাকাত দল হানা দেয়। এ সময় সবাইকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটকরে চলে যাওযার সময় সিকিউরিটি সদস্যরা এক ডাকাতকে আটক করার চেষ্টা করে। এতে

ডাকাতদল এলোপাথাড়ি গুলো করলে সোহাগের মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত সোহাগের বাগি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। তার মরদেহ স্থানীয় হিলব্রু ক্লিনিকে রাখা হয়েছে।

কমিউনিতে পরিচত সোহাগের এমন মৃত্যুতে জোহানসবার্গ প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন