বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১৭ শতাংশ। রোববার (১৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ঋণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা হয়েছে, যা বিতরণ করা ঋণের ১৭ শতাংশ। এটি গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ এবং খেলাপি ঋণের মধ্যে সর্বোচ্চ অনুপাত।
তথ্য
অনুযায়ী, গত জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ, গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।সংশ্লিষ্টরা জানাচ্ছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর চাপের কারণে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য প্রকাশ হতে শুরু করেছে, যা আগে স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়ে ছিল।
এছাড়া, ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তাঁর পদত্যাগের পর থেকে ব্যাংক খাতের প্রকৃত তথ্য সামনে আসতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫