Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

দেশে বর্তমানে কোনও খাদ্য ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ
২৭ দিন আগে সোমবার, মে ৫, ২০২৫
# ফাইল ফটো

দেশে বর্তমানে কোনও খাদ্য ঘাটতি নেই বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (১২ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, বিবিএস গত ২০২১-২২ অর্থবছরে দুইশত ১ দশমিক ৮৬ লাখ মেট্রিক টন ধান, ত্রিশ দশমিক ০১ লাখ মেট্রিক

টন আউস ও একশত ৪৯ দশমিক ৫৮ লাখ মেট্রিক টন আমন চাল এবং দশ দশমিক ৮৬ লাখ মেট্রিক টন গম সর্বমোট তিনশত ৯২ দশমিক ৩১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে।

মন্ত্রী বলেন, বিবিএস পরিচালিত Household Income and Expenditure Survey (HIES 2022) অনুসারে মানুষের দৈনিক গড় খাদ্যশস্য গ্রহণের পরিমাণ ৩৫১ দশমিক ৮ গ্রাম (চাল ৩২৮ দশমিক ৯ গ্রাম এবং গম ২২ দশমিক ৯ গ্রাম)। সে হিসাবে ২০২১-২২ অর্থ বছরে দেশের মোট ১৬ কোটি ৯৮ লাখ ২০ হাজার হলে মোট খাদ্যশস্যের প্রয়োজন হয় ২১৭ দশমিক ৫৮ লাখ মেট্রিক টন (চাল ২০৩ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন এবং গম ১৩ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন) যা ২০২১-২২ অর্থবছরের খাদ্যশস্যের মোট উৎপাদনের চেয়ে কম।

দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ বিবেচনায় ২০২৩ সালের ১ জানুয়ারিতে দেশের মোট জনসংখ্যা দাঁড়াবে ১৭১ দশমিক ৯০ মিলিয়ন (প্রাক্কলিত)। সে হিসাবে দেশে খাদ্যশস্যের মোট চাহিদা হবে ২২০ দশমিক ৭৩ লাখ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থ বছরে খাদ্যশস্য উৎপাদনের পূর্ববর্তী ধারা যদি বজায় থাকে তবুও দেশে খাদ্য ঘাটতির কোনও আশঙ্কা নাই।

খাদ্যমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থ বছরে সরকারিভাবে ৬ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন চাল এবং ৬ দশমিক ৮০ লাখ মেট্রিক টন গম অর্থাৎ ১৩ দশমিক ১৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে। বেসরকারিভাবে ৪ দশমিক ২২ লাখ টন চাল এবং ২৭ দশমিক ২৪ লাখ মেট্রিক টন গম অর্থাৎ মোট ৩১ দশমিক ৪৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।

খাদ্য অধিদফতরের তথ্যমতে বর্তমানে (৪ জুন পর্যন্ত) সরকারি খাদ্যশস্য মজুত রয়েছে ১৭ দশমিক ৪৪ লাখ মেট্রিক টন (১৩ দশমিক ৮৩ লাখ মেট্রিক টন চাল এবং ৩ দশমিক ৬১ লাখ মেট্রিক টন গম)।

২৭ দিন আগে সোমবার, মে ৫, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন