Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

দীর্ঘ বিরতি শেষে নতুন দুই সিনেমা নিয়ে ফিরছেন জনি ডেপ

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




জনি ডেপের জন্য গত কয়েক বছর সহজ ছিল না। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে তার আইনি জটিলতা চলছিল, যার প্রভাব তার অভিনয় জীবনে দেখা গেছে। এই জনপ্রিয় হলিউড তারকাকে গত কয়েক বছরে পর্দায় তেমন একটা দেখা যায়নি। তিনি ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়েছিলেন এবং বেশ কিছু কাজ হারিয়েছিলেন। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে ডিজনি তাকে আবার ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’

সিরিজের আইকনিক চরিত্র জ্যাক স্প্যারো হিসেবে ফিরিয়ে আনতে চাইছে। যদিও এটা এখনো শুধু গুঞ্জন, এবং এর জন্য আরও সময় লাগতে পারে।


দ্য ডিরেক্টের প্রতিবেদন অনুযায়ী, জনি ডেপ ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী দিনে তাকে দুটি নতুন সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে। সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে, যদিও এখনো সেগুলোর মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সিনেমা দুটি হলো ‘কার্নিভাল অ্যাট দ্য এন্ড অব ডেজ’ এবং ‘ডে ড্রিংকার’।


দুই বছর আগে পরিচালক টেরি গিলিয়াম ভ্যারাইটি ম্যাগাজিনকে জানিয়েছিলেন যে তার নতুন সিনেমা ‘কার্নিভাল অ্যাট দ্য এন্ড অব ডেজ’-এ জনি ডেপকে শয়তানের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির চিত্রনাট্য তিনি নিজেই ক্রিস্টোফার ব্রেট বেইলির সঙ্গে লিখছেন।


ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, জনি ডেপের আরেকটি আসন্ন সিনেমা হলো ‘ডে ড্রিংকার’। এই থ্রিলারধর্মী সিনেমায় তিনি অভিনেত্রী পেনিলোপ ক্রুজের সঙ্গে জুটি বাঁধবেন। এটি তাদের একসাথে চতুর্থ সিনেমা হবে। সিনেমাটি একটি ক্রুজ শিপের মদ পরিবেশকের গল্প, যে এক রহস্যময় মদ্যপ ব্যক্তির সঙ্গে পরিচিত হয় এবং ধীরে ধীরে দুজনেই অপরাধের জগতে জড়িয়ে পড়ে। সিনেমাটি পরিচালনা করবেন মার্ক ওয়েব, যিনি এর আগে ‘অ্যামেজিং স্পাইডারম্যান’ সিনেমার জন্য প্রশংসা কুড়িয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসনের মতে, ‘ডে ড্রিংকার’ একটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা হবে।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন