Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

অক্ষয়ের গোপন তথ্য প্রকাশ করলেন বন্ধু অজয় দেবগন

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বলিউডের "খিলাড়ি" নামে পরিচিত অভিনেতা অক্ষয় কুমার এখনও ৫৭ বছর বয়সে অন্যতম শীর্ষ অভিনেতাদের একজন। তিন দশক ধরে অভিনয় জগতে আছেন এবং তার মূল পরিচিতি অ্যাকশনধর্মী ছবির জন্য হলেও, কমেডি ঘরানাতেও তার দক্ষতা প্রশংসিত হয়েছে।


অক্ষয়ের ফিটনেস ও জীবনযাপন নিয়েই তার মূল পরিচিতি। খাবার ও শরীরচর্চার বিষয়ে তিনি খুবই সতর্ক। তিনি কখনোই রাতের কোনো পার্টিতে যান না। রাত ৮টার মধ্যে

ডিনার সেরে ফেলেন এবং ৯টার মধ্যেই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠেন ভোর ৪টায়। বিভিন্ন সাক্ষাৎকারে এসব অভ্যাস নিয়ে কথা বলেছেন তিনি।


সম্প্রতি তার সহ-অভিনেতা ও বন্ধু অজয় দেবগন এ নিয়ে মজার ছলে মন্তব্য করেছেন। রোহিত শেঠির পরিচালিত ‘সিংহাম অ্যাগেইন’ ছবির মুক্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে অজয় দেবগন অক্ষয়, কারিনা কাপুর এবং রণবীর সিংকে নিয়ে মজার কিছু কথা শেয়ার করেন।


অজয় ও অক্ষয়ের অভিনয়জীবন শুরু হয়েছিল নব্বইয়ের দশকে, এবং তারা একসঙ্গে বেশ কিছু হিট ছবিতে কাজ করেছেন যেমন ‘সুহাগ’, ‘খাকি’, ‘হে ব্রো’, ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বাই’। সর্বশেষ রোহিতের এ ছবিতেও তাদের একসঙ্গে দেখা গেছে।


সাক্ষাৎকারে অক্ষয় সম্পর্কে বলতে গিয়ে অজয় বলেন, “আমার মনে হয় অক্ষয় সম্পর্কে সবাই সব জানেন। সবাই জানেন যে সে ভোর ৪টায় ওঠে। তবে একটা বিষয় হয়তো অনেকেই জানেন না, অক্ষয় একসময় দুধওয়ালা ছিলেন।”

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন