Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

রণবীরের সঙ্গে যে কারণে ছবি করতে চান না ক্যাটরিনা

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথম জুটি বাঁধেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তার পর প্রকাশ ঝায়ের ‘রাজনীতি’। সেই সময় থেকেই প্রেম দুই তারকার মধ্যে। তবে তা নিয়ে জনসমক্ষে কখনো মুখ খোলেননি ক্যাট বা রণবীর কেউ-ই।

রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের মেয়াদ ছিল ছয় বছর। অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবিতে কাজ করার সময় চিড় ধরেছিল তাদের প্রেমে।

‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারে গিয়ে ক্যাটরিনাকে

রীতিমতো অস্বস্তিতে ফেলেছিলেন রণবীর। সাক্ষাৎকার চলাকালীন ক্যাটরিনাকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন সঞ্চালক। ক্যাটরিনাকে উত্তর দিতে না দিয়ে রণবীর নিজেই গড়গড় করে কথা বলে যান।

সেই সময় একটি সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যাট বলেন, রণবীরের সঙ্গে কাজ করা খুব কঠিন। সবাই এত দিনে সেটা দেখেছেন, বুঝেছেন। রণবীরও চায় না আমার সঙ্গে কাজ করতে। আমার মনে হয় না, আমরা এর পরে আর কখনো একসঙ্গে কোনো ছবিতে কাজ করব।

২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাট। চলতি বছরে বিয়ের দুই বছর পূর্ণ হতে চলেছে তাদের। চলতি বছর দীপাবলিতে ‘টাইগার-৩’ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে।

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন