দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সহিংসতার আতঙ্কে দেবিদ্বারের নূরপুর এম এ বারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটি সদস্যরা। রোববার সকালে অভিভাবক সদস্য ও ম্যানিজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেখানে যাননি স্কুল সভাপতি সহ ম্যানিজিং কমিটির সদস্যরা৷ বিদ্যালয় প্রধান শিক্ষক জানিয়েছেন, 'নব নির্বাচিত কমিটির সভাপতি মিটিং আহবান করলেও, উপস্থিত
হতে পারেননি কেউ'। তবে বহিরাগতের আতঙ্ক নিয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
স্কুলটির নব নির্বাচিত সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক জানিয়েছেন, 'রোববার স্কুল কমিটির প্রথম সভা বিদ্যালয়ে আহবান করা হয়। কিন্তু সকাল থেকে বহিরাগত কিছু তরুণ অস্ত্র নিয়ে স্কুলের সামনে অবস্থান নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার ফলে ম্যানিজিং কমিটির কোনো সদস্য স্কুলে যাওয়ান সাহস পাননি। শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে'।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, নূরপুর এম এ বারী উচ্চ বিদ্যালয়ের আশে পাশে বেশ কিছু তরুণ অবস্থান নেয়। যাদের অধিকাংশই বহিরাগত।
নাম প্রকাশে অনিচ্ছুক ম্যানেজিং কমিটির এক সদস্য জানান, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নূরপুরে আতঙ্ক বিরাজ করছে৷ নব নির্বাচিত সাংসদ সমর্থকরা এই আসনে পরাজিত নৌকার সমর্থকদের নানা রকম হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত। সেই রেশ থেকেই স্কুলে যেন সভা না হয়, তার জন্য বহিরাগতদের মাধ্যমে স্কুলের আশে পাশে আতঙ্ক তৈরী করা হচ্ছে'৷
বিদ্যালয়ের অন্তত দশজন শিক্ষার্থী জানান, 'সকাল থেকেই অনেক বহিরাগতদের স্কুলের অদূরে ঘুরাফেরা করেন৷ এতে আমাদের মাঝে আতঙ্ক তৈরী হয়'।
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫