Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

চৌদ্দগ্রামে চার শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ রেখে ছাত্রলীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার:
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সম্মেলনস্থলে উপস্থিত রেখে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও ওয়ার্ড ছাত্রলীগ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আর এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের রাজনৈতিক

সম্মেলনে এনে বসিয়ে রাখার বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত মিয়ার বাজার লতিফুল নেছা হাইস্কুলে উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন চলে।

সম্মেলনের জন্য বন্ধ রাখা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল-মিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াবাজার লতিফুল নেছা উচ্চ বিদ্যালয়, মিয়াবাজার ডিগ্রী কলেজ ও মিয়াবাজার তোষণ রফিক বালিকা বিদ্যালয়।

সকালে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, স্কুলের স্যাররা আমাদের বলছে আজ ক্লাস করা লাগবে না। এমপি সাহেবের প্রোগ্রামে যেতে হবে। তোমরা পুরো গ্রোগ্রামে বসে থাকবে। শেষ হলে চলে যাবে। তাই আমরা এখানে বসে আছি।

হাবিবুল বাহার নামের এক অভিভাবক জানান, শিক্ষার্থীদের রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে বসিয়ে রাখার মানে হয় না। তারা তো পড়াশোনা করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গেছে। তা না করে তাদেরকে রাজনৈতিক সম্মেলনে নিয়ে বসিয়ে রাখলে তারা কি শিখবে ?

সকালে মিয়াবাজার লতিফুরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালি উল্ল্যাহ জানান, আমার স্কুলমাঠেই সম্মেলন চলছে। আমার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। সম্মেলনে সব শিক্ষার্থী নেই। মাইকের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। পরে কথা বলবো।

এ বিষয়ে জানতে মিয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রহমতউল্লাহ বাবুলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে স্থানীয় সাংসদ মো: মুজিবুল হক মুজিবের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন