Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজনীতি

‘ড. ইউনূস ও মোদির বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি’

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। 


শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ অভিমত ব্যক্ত করেন।


মির্জা আব্বাস

বলেন, "এই বৈঠকে যদি বাংলাদেশের স্বার্থসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে, তবে ড. ইউনূস দেশের জন্য আরও ভালো কিছু করতে পারবেন।"


এসময় তিনি গণহত্যার দায়ে জড়িত শেখ হাসিনাসহ সকল অপরাধীদের ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। বিএনপির এই নেতা আরও বলেন, "শেখ হাসিনার সরকারের আমলে অসম চুক্তি বাতিল করা উচিত, পাশাপাশি সীমান্তে সব ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।" এসময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন