Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ব্যাট নিয়ে ক্রিকেট বাজারে আত্মপ্রকাশ করেছে এমকেএস স্পোর্টস

স্পোর্টস ডেস্ক:
১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

গত ডিসেম্বরে বাংলাদেশের প্রথম ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক হিসেবে আইসিসি থেকে স্বীকৃতি পায় এই প্রতিষ্ঠান। জাতীয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের (এম), ইমরুল কায়েসের (কে) এবং ব্যাট যিনি কাস্টমাইজ করবেন বা তৈরি করবেন সেই এইচএম আফতাব শাহিনের (এস) নামের প্রথম অক্ষর মিলিয়ে এই ‘‘এমকেএস’’ নাম রাখা হয়েছে।


আইসিসি থেকে ‘‘এমকেএস স্পোর্টস’’ নামে অনুমোদন পেয়েছে

প্রতিষ্ঠানটি। শুরুতে ব্যাট নিয়ে ক্রিকেট বাজারে আত্মপ্রকাশ করেছে তারা। আপাতত হ্যান্ড গ্লাভসও আছে তাদের। দ্রুতই বল প্রস্তুতে পা বাড়াতে এমকেএস। নতুন হলেও ইতিমধ্যে এমকেএস ব্যাটের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে দেশের বাজারে। দেশে বিক্রির আগেই ইংল্যান্ড থেকে অর্ডার আসছে ব্যাটের।


প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধনে এদিন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন থেকে শুরু করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ উপস্থিত ছিলেন। এছাড়া এই ব্যাটের শুভেচ্ছাদূত হওয়া যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন, আকবর আলি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান এবং রিশাদ হোসেন উপস্থিত ছিলেন।

১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন