Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সারাদেশ

বৈষম্যবিরোধী ই-ক্যাব সংস্কার ও অন্তর্র্বতীকালীন নেতৃত্ব দাবি করছে

স্টাফ রিপোর্টার:
২৮ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫
# ফাইল ফটো

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) চলমান সংকট নিরসনে বৈষম্যবিরোধী ই-ক্যাব  শক্তিশালীভাবে সংস্কার ও নেতৃত্ব পরিবর্তনের দাবি জানাচ্ছে। ই-ক্যাবকে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসরদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। তাদের দাবির ফলশ্রুতিতে ই-ক্যাবের সভাপতি শমী কায়সারসহ নির্বাহী কমিটির ১০ সদস্য পদত্যাগ করেছেন।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং

ই-ক্যাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় নগদহাটের কার্যালয়ে একটি চা-চক্রের আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ই-ক্যাবের সমন্বয়ক মইনুল হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও ১নং মেম্বার মীর শাহেদ আলী, ফাউন্ডিং ফাইন্যান্স সেক্রেটারি নাজনীন নাহার, নগদহাটের ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা, ই-ক্যাব ইয়ুথ ফোরামের সাবেক প্রেসিডেন্ট তাসদিখ হাবিব, পেন্টাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম, বিক্রয়বাজারের সিইও নুরুন্নবী হাসান প্রমুখ।

আলোচনায় বক্তারা সংকট নিরসনে একটি অন্তর্র্বতীকালীন কমিটি গঠনের দাবি জানান এবং ফ্যাসিবাদী সরকারের দোসর, দুর্নীতিগ্রস্ত ইসি সদস্যদের কোনোভাবেই নতুন কমিটিতে অন্তর্ভুক্ত না করার বিষয়ে জোরালো মতামত দেন। তারা বিগত ছয় বছরের নিরপেক্ষ অডিটের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ভোটার তালিকা সংশোধন করে দ্রুত একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেরও দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী ই-ক্যাবের সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন সমন্বয়ক মুহাম্মাদ ইসমাইল হুসাইন। উপস্থিত ছিলেন আরো সমন্বয়ক আনোয়ার সাদাৎ, জিএম ফারুক হোসেন, ওয়াহিদুজ্জামান সাদি, মাহাদি হাসান, রাকিবুল ইসলাম খান প্রমুখ। বৈষম্যবিরোধী ই-ক্যাবের সমন্বয়করা প্রতিশ্রুতিবদ্ধ যে, ই-ক্যাবকে একটি ব্যবসায়িক-বান্ধব ট্রেড বডি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাবে।

২৮ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন