Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুল কমিটির সহ-সভাপতি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বশির স্থানীয় বালিয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পক্ষিয়াপাড়া গ্রামের মৃত রহমত আলী মৃধার ছেলে। এর আগে, ওইদিন সন্ধ্যায় তার নামে ওই শিক্ষিকা

কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।


মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা স্কুলে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতেন। বার বার ব্যর্থ হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির মৃধা ওই শিক্ষিকার বাড়ি গিয়ে লুকিয়ে থাকে। পরে ওই শিক্ষিকা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে নামলে বশির তাকে জাপটে ধরে। এসময় শিক্ষিকার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বশির দৌঁড়ে পালিয়ে যান। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন।


ওই শিক্ষিকার স্বামী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিশ মিমাংসা করতে চেয়েছিল। কিন্তু তারা কোনো কিছুই মানেনা। পরে উল্টো তারা আমাদের বাড়িতে এসে আমাকে মারধর করে। এমনকি ইয়াবাসহ বিভিন্ন মাদক দিয়ে আমাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, আজ শনিবার বশিরকে আদালতে পাঠানো হবে।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন