Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আপনাদেরকে ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।


শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


এসময় তিনি বলেন, ‘এটা বিতর্কের বিষয় না। আমার দুঃখ হয় এই কারণে আপনাদেরকে (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে

যান।’


তিনি আরও বলেন, হত্যার ৪২ বছরে আসামি ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করতে অনেক ক্ষেত্রেই সময় লাগে। যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে।


মন্ত্রী আরও বলেন, ‘আইনি কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃত দোষী তাদেরকে ধরতে হবে।’


সূত্র: জাগোনিউজ২৪

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন