Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিনোদন

বিশ্বকাপের ফ্যান ফেস্টে জাতীয় পতাকা উল্টো ধরায় বিতর্কে নোরা ফতেহি

d
২২ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

চলতি কাতার ফুটবল বিশ্বকাপে ফিফার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ফিফা ফ্যান ফেস্ট ইভেন্টে পারফর্মও করেছেন তিনি। কিন্তু তারপরই ভারতের জাতীয় পতাকা উল্টা করে ধরে বিতর্কে জড়ালেন এই মডেল-অভিনেত্রী। কাতার বিশ্বকাপে নোরার অংশগ্রহণ গর্বিত করেছিল ভারতবাসীকে। কিন্তু তার এই কীর্তিতে নিন্দায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি

ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাকে মঞ্চের একদম সামনের সারিতে নোরা। মঞ্চে থাকা একটি তেরঙ্গা হাতে তুলে নাড়াতে থাকেন তিনি। মুখে বললেন, ‘জয় হিন্দ। জোরসে জোরসে জয় হিন্দ।’


একবার পতাকা নামিয়ে দেখলেন, আবার তুলে ধরলেন। প্রত্যেকবারই উল্ট ছিল পতাকা। গেরুয়া রং ছিল নিচের দিকে। নোরার এই কাণ্ডে সরব হয়েছে ভারতের নেটাগরিকরা। জাতীয় পতাকা অবমাননার দায়ে তাকে জেলে পাঠানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ।


অনেকেই আবার নোরার ক্ষমা চাওয়া উচিত বলে সরব হয়েছেন। অনেকে আবার অভিনেত্রীর প্রতি সহানুভূতিশীল। তারা বলেন, ‘ভুলবশত করে ফেলেছে। তাই ক্ষমা করে দিন।’

অন্যদিকে সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি তছরুপ মামলায় শুক্রবার ইডি’র অফিসে গিয়ে নিজের বয়ান রেকর্ড করেন নোরা। এর আগেও বেশ কয়েকবার অভিনেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন কর্মকর্তারা।

২২ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন