কাতার বিশ্বকাপের আগে এক ফ্রেমে দেখা গিয়েছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। একটি ছবিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে আনা হয়। সেই ছবিতে দেখা গিয়েছিল, একে অপরের মুখোমুখি বসে রয়েছেন লিও-সিআর সেভেন। তবে ফুটবল নয়, সামনে ‘সাজানো’ ছকে দাবা খেলছেন তারা।
দুই ফুটবল তারকার পরনেই একটি করে গোল গলা কালো টি-শার্ট ও ডেনিম জিনস্। এক জনের পোশাকে হাতের কবজি অবধি ঢাকা। অন্য জনের হাতা সামান্য
বিশ্বকাপের ঠিক আগে দুই ফুটবল তারকার সেই ছবি প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে সমর্থকদের মধ্যে শোরগোল পড়ে যায়। অনেকেই প্রথমে ভেবেছিলেন কেউ এই ছবিটি ফটোশপে বানিয়েছেন। পরে জানা যায়, সত্যি সত্যিই একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন ফুটবলের দুই মহারথী।
মূলত রোনালদো ও মেসিকে বিজ্ঞাপনের মুখ করেছিল এক ফ্যাশন সংস্থা এবং তা করতে গিয়ে যথেষ্ট গাঁটের কড়ি খরচা করতে হয়েছিল ওই সংস্থাকে।
বিজ্ঞাপনের জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা নিয়েছিলেন রোনালদো। মেসি অবশ্য অত টাকা নেননি। তিনি নিয়েছিলেন প্রায় ২০ কোটি টাকা। অর্থাৎ, দুই ফুটবলারের জন্য প্রায় ৪৭ কোটি টাকা খরচ হয়েছিল সেই সংস্থার।
রোনালদোর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৫২ কোটিরও বেশি। মেসির ৪০ কোটির বেশি। আর সেই জন্যই দু’জনেই ভাল ফুটবলার হওয়া সত্ত্বেও মেসির থেকে বেশি পারিশ্রমিক রোনালদোকে দেওয়া হয়েছিল।
এদিকে দুই ফুটবলারের মতো এই ছবিকেও অনেকে ‘সর্বকালের সেরা’ ছবির তকমা দিয়েছেন। এই ছবি তুলেছিলেন বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লিবোভিটজ্। এই ছবি তুলতে তিনিও নিয়েছিলেন কোটি কোটি টাকা। তবে মেসি এবং রোনালদো একসঙ্গে এই ছবি তোলেননি। মেসি ও রোনালদোকে আলাদা আলাদা ডেকে তাদের ছবি তোলা হয়েছিল। পরে এডিট করে সেই ছবি জুড়ে দেওয়া হয়।
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫