Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি শীর্ষ ৫০ জনের মধ্যে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ ১৬তম বারের মতো এই তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতি বছরই তারা এ তালিকা প্রকাশ করে আসছে।


এই তালিকা

প্রকাশের উদ্দেশ্য হলো বিশ্বের ২১০ কোটিরও বেশি মুসলমানের মধ্যে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের চিহ্নিত করা। তালিকাটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বকে তুলে ধরে এবং সংকলন করেছে আম্মানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। এছাড়া যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংও এই তালিকা তৈরিতে সহায়তা করেছে।


এই তালিকায় মুসলিম ব্যক্তিত্বদের পাঁচটি বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে—ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, কলা ও সংস্কৃতি, এবং খেলা ও বিনোদন। এদের মধ্যে বিশেষ তিনটি বিভাগ হলো সামাজিক, ধর্মীয় এবং বৈশ্বিক প্রভাব। এসব মুসলিম ব্যক্তিত্বের প্রভাব সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিফলিত হতে পারে; তারা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারেন অথবা ধর্মীয় শাসন ও রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।


গত আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন