Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

কোটা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকরিতে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল

কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে ভর্তি কার্যক্রম নিয়ে আলোচনা হয়।


সরকারের গৃহীত তিনটি সিদ্ধান্ত হলো—


১. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোটা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।


২. সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বর্তমান প্রেক্ষাপট মূল্যায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় মতামত ও সুপারিশসহ উপদেষ্টা পরিষদের বৈঠকে সারসংক্ষেপ উপস্থাপন করবে।


৩. শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ায় কোটা পদ্ধতির প্রয়োগ নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মতামত ও সুপারিশসহ উপদেষ্টা পরিষদের বৈঠকে সারসংক্ষেপ উপস্থাপন করবে।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন