দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। এ সময়সীমা বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করেছে ইসি।
আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যে কোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এ সময়ে আবেদন করতে
এরই মধ্যে ১২টি দেশ দ্বাদশ নির্বাচন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে বলে ইসিকে জানিয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসি জানায়, বিভিন্ন দেশের ৪৪ নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। এর মধ্যে বেশি আসছেন উগান্ডার নাগরিক ১১ জন। এছাড়া অস্ট্রেলিয়ান দূতাবাসের জামান মজুমদার নামের এক নাগরিক আসবেন। শাহ নূর আজিজ নামের এক ইতালির নাগরিক এবং ইউরোপীয়ান ইউনিয়নের চারজন ভোট পর্যবেক্ষণে আসবেন।
ভ্যারেনা হোইলজেল নামের এক জার্মান ফ্রিল্যান্সারসহ দুই নাগরিক আসবেন। তিনজন ভারতীয়, দুইজন জাপানি ও এজেন্সি ফ্রান্স-প্রেস’র (এএফপি) ১২ জন দেশের ভোট পর্যবেক্ষণে আসবেন। এছাড়া ব্রিটিশ হাইকমিশনের একজন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চারজন পর্যবেক্ষক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবেন।
১৩ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫