Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয়

নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই : শফিকুল আলম

ডেস্ক রিপোর্ট:
২০ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো



অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টাকারীদের সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রেসসচিব। নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলেও মন্তব্য করেন তিনি।


প্রেসসচিব বলেন, ‘দেশের জনগণ ভোটের

জন্য অধীর আগ্রহে আছেন। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে।’


সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন-শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এ ছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, সরকার কঠোর হাতে তাদের দমন করবে।’


ত্রয়োদশ সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কোনোভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই।’

২০ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন