Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

বিএনপি নেতাদের সহায়তায় সাবেক মন্ত্রীর পিএসের ঠিকাদারি কাজ চলছে

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লায় সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের পিএস কামাল হোসেনের ১৬৩ কোটি টাকার ঠিকাদারি কাজ চলছে বিএনপি নেতাদের প্রশ্রয়ে। এ বিষয়ে এলাকায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। দুদকের মামলায় অভিযুক্ত দুর্নীতিবাজ কামাল আত্মগোপনে থাকলেও তার কর্মকাণ্ড থেমে নেই।


ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে ওই দুর্নীতিবাজ টেন্ডারবাজি করে কুমিল্লা সিটি করপোরেশন, এলজিইডি

এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বড় প্রকল্পগুলো ভাগিয়ে নিয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কামাল আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি বিএনপির কয়েকজন নেতার প্রশ্রয়ে তার থেমে যাওয়া প্রকল্পগুলোর কাজ আবার শুরু হয়েছে। এদিকে, দুদক তার ব্যাংক হিসাব জব্দ করলেও প্রতারণা করে এসব ঠিকাদারি কাজের বিল তুলছেন।


কামাল হোসেন তার মালিকানাধীন মেসার্স মাস্টার এন্টারপ্রাইজসহ বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান নামে বেনামে বড় প্রকল্প বাগিয়ে নিয়েছেন। সম্প্রতি, তার ভাগিনা আতিকুল ইসলামের তদারকিতে এবং কিছু বিএনপি নেতার সহযোগিতায় এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন থেকে ৮ কোটি টাকার চেক তুলে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, দুদকের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তিনি কীভাবে এসব টাকা তুলে নিচ্ছেন? তাছাড়া, স্বশরীরে উপস্থিত না হয়ে ব্যাংক থেকে এত টাকা কীভাবে লেনদেন করা হচ্ছে?


কুমিল্লা সিটি করপোরেশন থেকে ৯৪ কোটি টাকার কাজ চলছে, যা কামাল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান "মাস্টার এন্টারপ্রাইজ" করছে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম বলেন, "কামাল হোসেনের প্রতিষ্ঠান নগরীতে ৯৪ কোটি টাকার কাজ করছে। ইতিমধ্যে ৮ কোটি টাকার বিলের চেক নেয়া হয়েছে। আমরা অ্যাকাউন্ট পে চেক দিয়েছি। কিন্তু কীভাবে তিনি এসব টাকা নগদায়ন করেন সেটা আমার জানা নেই।"


কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাসরুল্লাহ বলেন, "কামাল হোসেনের প্রতিষ্ঠান জেলার দেবিদ্বার পৌরসভায় বিশুদ্ধ পানি শোধানাগার প্রকল্পের ১৪ কোটি টাকার কাজ করছে। তবে এ প্রকল্পের কোনো বিল এখনো দেয়া হয়নি।" মেঘনা উপজেলায় কামাল হোসেনের মালিকানাধীন "চৌধুরী অ্যান্ড মাস্টার এন্টারপ্রাইজ" নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১৪ কোটি টাকার একটি কাজ করছে, যা বিএনপি নেতা আব্দুল হান্নানের প্রশ্রয়ে চলমান রয়েছে।


এদিকে, কামাল হোসেন দাউদকান্দি উপজেলার গাজীপুর গোয়াল মাড়ি লামছড়ি সড়কের ১৬ কোটি টাকার কাজ, তিতাস উপজেলার মাছিমপুর এলাকার ১০ কোটি টাকার সেতু এবং মনোহরগঞ্জ উপজেলার ১৫ কোটি টাকার সড়ক নির্মাণ কাজ করছেন।


কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন, "দুদক কিংবা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছাড়া তাদের নামে চেক দেওয়া বন্ধ করা যাবে না। তারা ঠিকাদারি কাজ সম্পন্ন করে বিল নিয়ে যাচ্ছে।" তবে অভিযুক্ত কামাল হোসেন ও তার ভাগিনা আতিকুল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি, কারণ তাদের ফোন বন্ধ ছিল।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন