Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো


কুমিল্লার বুড়িচংয়ে হাফেজ সাদেকুর রহমান (২৬) নামে এক মুয়াজ্জিনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ময়নামতি ইউপির নামতলা এলাকায় ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাফেজ সাদেকুর রহমান জেলার চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফেজ সাদেকুর নামতলা গ্রামের একটি বাড়িতে লজিং থেকে এলাকার মসজিদে মুয়াজ্জিন

এবং ক্যান্টনমেন্ট মার্কেটের একটি মোবাইল দোকানে চাকরি করতেন। শনিবার রাতে ওই গ্রামের স্থানীয় যুবকদের সঙ্গে ফুটবল খেলা দেখা শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে মক্তবে যাওয়ার সময় বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পায় শিশুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ আহমেদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন