Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সারাদেশ

বেনাপোল পৌরসভায় সিইও হিসেবে যোগদিলেন শার্শা এসিল্যান্ড নুসরাত ইয়াসমিন

মনির হোসেন, বেনাপোল:
৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো



বেনাপোল পৌরসভায় সিইও হিসেবে যোগ দিলেন নুসরাত ইয়াসমিন,সহকারী কমিশনার(ভূমি),শার্শা,উপজেলা যশোর। নিজ কর্মস্থলের পাশপাশি এটি তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে বলে জনপ্রশাসন মন্ত্রালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।


সিইও, সোমবার(৮ জুলাই) সকালে নতুন কর্মস্থল বেনাপোল পৌরসভায় এসে পৌছলে তাকে স্বাগত জানান পৌর সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তা ও

কর্মচারীবৃন্দ। এসময় তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি মেয়র,মো.নাসির উদ্দিনের সাথে দেখা করতে তার অফিসে গেলে সেখানে তাকে মেয়র স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা জানান।


এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর-জুলেখা খাতুন(১,২,৩ নং ওয়ার্ড), মীম খাতুন(৪,৫,৬ নং ওয়ার্ড), কামরুন্নাহার আন্না(৭,৮,৯ নং ওয়ার্ড), কাউন্সিলর-মোঃ সুলতান আহম্মেদ বাবু(১নং ওয়ার্ড), শরিফুল ইসলাম শরীফ(২নং ওয়ার্ড), মোঃ মিজানুর রহমান(৩নং ওয়ার্ড), মোঃ শাহীন(৪নং ওয়ার্ড), আজিম উদ্দিন গাজী(৫ নং ওয়ার্ড), মোঃ আসাদুর রহমান আসাদ(৬নং ওয়ার্ড), নুপুর হাজী(৭নং ওয়ার্ড)হাসানুর রহমান তাজিন(৮ নং ওয়ার্ড), মোঃকামাল হোসেন(৯নং ওয়ার্ড)।


উষ্ণ সংবর্ধনা শেষে নতুন সিইও শাখা প্রধানদের সাথে এক বৈঠকে মিলিত হন। এসময় তারা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পৌরবাসীর সার্বিক কল্যাণে, জনদুর্ভোগ হ্রাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এসময় মেয়র মো.নাসির উদ্দিন বলেন, আমাদের নতুন সিইও একজন অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের সাথে থাকায় টিমওয়ার্ক আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। পক্ষান্তরে, সিইও বলেন- নতুন দায়িত্বে সবাইকে নিয়ে পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে সক্ষম হবো।

৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন