নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশ। শনিবার (২ নভেম্বর) এই সাফল্যের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাছে বিশেষ একটি অনুরোধ করেছেন দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।
কৃষ্ণা ড. ইউনূসকে অনুরোধ করেছেন, যেন এশিয়ার বাইরে তাদের জন্য
একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। বিশেষ করে তিনি মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার বিপক্ষে খেলার সুযোগ চেয়েছেন।সাফজয়ী নারী ফুটবলাররা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা তাদের স্বপ্ন ও দৈনন্দিন সংগ্রামের কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ড. ইউনূস খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
ড. ইউনূস স্বাগত বক্তব্যে বলেন, ‘এই সাফল্যের জন্য আমি গোটা জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়, আর আপনারা আমাদের সেই সাফল্য এনে দিয়েছেন।’
অধিনায়ক সাবিনা খাতুন প্রধান উপদেষ্টাকে সংবর্ধনার আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অনেক বাধা অতিক্রম করে আমরা আজ এই পর্যায়ে এসেছি। এটি শুধু নারী ফুটবল দল নয়, বাংলাদেশের নারীদের সংগ্রামের একটি প্রতীক।’
১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫