Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

জাতীয়

১০ ট্রাক অস্ত্র আটকের আরেকটি মামলায় খালাস পেলেন বাবর

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো




চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় আরেকটি মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ নিয়ে ওই অস্ত্র চোরাচালান সংক্রান্ত দুটি মামলাতেই খালাস পেলেন তিনি।


হাইকোর্টের এই রায়ের ফলে বাবরের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলায় আর কোনো সাজা থাকলো না।


আদালতে বাবরের পক্ষে আইনজীবী

শিশির মনির খালাস চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান শুনানিতে অংশ নেন। মামলায় অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।


উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবরসহ ছয়জন আসামিকে খালাস দেন হাইকোর্ট। এই মামলায় খালাস পাওয়া অন্যান্য আসামিরা হলেন- মহসিন তালুকদার, এনামুল হক এবং রাজ্জাকুল হায়দার।


বহুল আলোচিত এ মামলাটি ২০০৪ সালের এপ্রিল মাসে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ঘাটে ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছিল। এই ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি পৃথক মামলা করা হয়েছিল।

৬ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন