Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

রেকর্ড ছুঁলো স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




দুবাইয়ে স্বর্ণের দামে রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেখা গেছে, যা ক্রেতাদের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের গ্রাম প্রতি দাম দাঁড়িয়েছে ৩৬৫.২৫ দিরহামে যা বাংলা দেশি টাকায় প্রতি গ্রামের দাম পড়ে ১২ হাজার ৮৯.৭৮ টাকা (প্রতি দিরহামে ৩৩.১০ টাকা করে)। এতে করে দুবাইয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ৬.৭৫ দিরহাম। আগের দিন (মঙ্গলবার)

এই দাম ছিল ৩৫৮.৫০ দিরহাম। খবার গালফ নিউজ


বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধিকে ‘ব্যতিক্রমী’ বলা যায়, কারণ সাধারণত প্রতিদিন স্বর্ণের দামের ওঠানামা ২-৩ দিরহামের মধ্যেই সীমাবদ্ধ থাকে।


একজন অভিজ্ঞ জুয়েলারি বিক্রেতা জানান, ‘এত কম সময়ে এত বড় লাফ সচরাচর দেখা যায় না। এখন প্রতি ঘণ্টায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সে ১০ থেকে ৫০ ডলারের হেরফের হচ্ছে।’


পরিসংখ্যান বলছে, গত ২১ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের গ্রাম প্রতি দাম ছিল ৩৩৫.২৫ দিরহাম। অর্থাৎ মাত্র ২৬ দিনের ব্যবধানে দাম বেড়েছে ৩০ দিরহাম। এই মাসের শুরুতেই দুবাইয়ের স্বর্ণ ৩৫০ দিরহামের মাইলফলক অতিক্রম করে প্রথমবারের মতো।


আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২৬৭ মার্কিন ডলার, যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৬০ ডলার বেশি। অনেক বিশ্লেষকের মতে, মূল্য ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


স্বর্ণের বাজারের এই চাঙাভাবের পেছনে রয়েছে একাধিক কারণ। তার মধ্যে অন্যতম হলো ৩০ এপ্রিল ভারতের ঐতিহ্যবাহী উৎসব ‘অক্ষয় তৃতীয়া’ যেটিকে স্বর্ণ কেনার জন্য সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। দুবাইয়ের বিশাল ভারতীয় সম্প্রদায় এই উৎসবে স্বর্ণ কিনতে ব্যাপক আগ্রহী।


তবে মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক বিক্রেতা জানান, ‘অনেকে আগে থেকেই বুকিং দিয়ে দাম লক করে নিয়েছেন। কিন্তু অনেকে দেরি করে ফেলেছেন, আশা করেছিলেন দাম কমবে। এখন বাজারে সেই সম্ভাবনার কোনও ইঙ্গিত নেই।’


বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি ক্রমবর্ধমান আস্থা-এই সবকিছু মিলিয়েই স্বর্ণের দামে এই উল্লম্ফনের পেছনে কাজ করছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন