সুইজারল্যান্ড বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য তাদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সুইস পার্লামেন্টে উন্নয়ন সহায়তার জন্য বরাদ্দকৃত অর্থ কমিয়ে দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
গত ডিসেম্বর মাসে সুইস পার্লামেন্ট
২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন (১১ কোটি) সুইস ফ্র্যাঁ এবং ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে প্রায় ৩২১ মিলিয়ন (৩২ কোটি) সুইস ফ্র্যাঁ কমিয়ে দেয়।বুধবার এই বাজেট কাটছাঁটের বিষয়টি সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা সুইস ফেডারেল কাউন্সিলকে জানানো হয়। এর ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের মধ্যে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে চলমান দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে।
২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশভিত্তিক ও বিষয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সংস্থার বাজেটও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম এবং ইউক্রেনের জন্য সহায়তা কর্মসূচি এই বাজেট কাটছাঁটের আওতায় পড়বে না।
সূত্র: এসডব্লিউআই সুইস ইনফো
১২ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫