Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

বালিয়াডাঙ্গিতে প্রতিমা ভাঙচুর ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত - গোবিন্দ চন্দ্র প্রামাণিক

স্টাফ রিপোর্টার:
১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর ঘটনাটি সাম্প্রদায়িক সংঘাত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। স্বার্থান্বেষীমহলের প্ররোচনায় ঠাকুরগাঁও এ সম্প্রদায়িক সম্প্রীতে বিনষ্টের চেষ্টা হয়েছে বলে জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ

সম্মেলনে সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক লিখিত বক্তব্যে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে প্রতিমা ভাঙচুর পরবর্তী ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবী জানিয়ে আইন শৃঙখলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। 

সংগঠনটির পক্ষ থেকে রাজনৈতিক ঘটনাকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে প্রচার না করার অনুরোধ জানানো হয়। এ সময় সংগঠনটির নির্বাহী সভাপতি জনাব দীনবন্ধু রায়ও উপস্থিত ছিলেন।

১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন