ঘরের জানালার ফাঁক দিয়ে এসিড ছুড়ে ঘুমন্ত স্ত্রী ও সন্তানকে ঝলসে দেওয়ার অভিযোগে খোকন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এসিডে স্ত্রী মোর্শেদা আক্তারের পা ও তার ছয় বছরের শিশু মারিয়ার মুখ ঝলসে যায়। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া গ্রামে।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী মোর্শেদার মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।
মামলার
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পর ভুক্তভোগীর মা সাহেদা বেগম বাদী হয়ে খোকন মিয়াসহ অজ্ঞাত নামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি আজ মঙ্গলবার দুপুরে পুলিশ মামলা হিসেবে আমলে নেন।
মারিয়ার মা মোর্শেদা বলেন, প্রথম স্বামী ফরিদ মিয়া তার ও মেয়ের কোনো খরচ দিতেন না। তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। তিনি বাড়িতে বাড়িতে কাজ করে মা-মেয়ের খরচ চালাতেন। এলাকার রাজমিস্ত্রি খোকন মিয়াকে মেয়ে নিজের পছন্দে বিয়ে করেন। খোকন মিয়ার আগের স্ত্রী, সন্তান ও নাতি নাতনি আছে।
মোর্শেদা আরও বলেন, মেয়ে মারিয়াকে তার সঙ্গে থাকতে দিবেন, এমন শর্তেই আমার মেয়ে খোকন মিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। প্রথম দু-এক মাস তার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করেছেন খোকন। পরে আর মেয়েকে সহ্য করতে পারতেন না। খোকন বলতেন মারিয়াকে যেন তিনি মায়ের কাছে রেখে আসেন।
অভিযুক্ত খোকনের সঙ্গে মুঠাফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এসিড ছুড়িনি। এসিড মারলে আমার বিচার হবে। এই কথা বলে মোবাইল কেটে দেন।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। বাদী পক্ষ অভিযোগ দিতে দেরি করায় মামলাটি রেকর্ড করতে বিলম্ব হয়েছে।
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫