Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

দেশে ফিরেই গ্রেফতার স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো




সৌদি আরব থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


সাদ্দাম হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার উত্তর পাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি দেবীদ্বার এলাকায়

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলার আসামি।


দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাদ্দাম হোসেনকে ভোর ৪টার দিকে বিমানবন্দর থানার পক্ষ থেকে দেবীদ্বার থানায় গ্রেপ্তারের খবর জানানো হয় বলে নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস। তিনি জানান, সাদ্দাম হোসেনকে আজ বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে।


বিমানবন্দর থানা পুলিশ জানায়, সাদ্দাম হোসেন সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। বিমানবন্দরে ফিরে আসার পর তাকে আটক করা হয়।

২১ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন