নরসিংদীর পলাশে বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবি মিয়া (৫৭) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত হাবিজ ওরফে হাবি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত করম আলীর ছেলে। সে পেশায় একজন দিনমুজুর। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও
সর্বশেষ শনিবার রাতে হাবি মিয়াকে অভিযুক্ত করে ভুক্তভোগী মেয়ের বাবা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গতকাল রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ভুক্তভোগীর বাবা ধর্ষণের অভিযোগ জানালে শনিবার রাত ৮টায় ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে হাবি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হাবি মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫