Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

মায়ের সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো

রাজধানীর মুগদা থানা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে তামান্না আক্তার (২৭) নামে এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) মান্ডা এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পারি কিছুদিন আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়

এই নারীর। বিষয়টি নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সকালে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

এসআই আবু সালেহ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

৮ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন