কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) রাত ২টার দিকে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ সময় এক রোহিঙ্গা বৃদ্ধ গুলিতে নিহত হয়েছে এবং একজন শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আহতদের পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহত হলেন উখিয়ার বালুখালী
ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান।
স্থানীয় রোহিঙ্গারা বলেছেন দুই পক্ষের মধ্যে কয়েকশ রাউন্ড গুলি বিনিময় ঘটনা ঘটে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে এখানে আতঙ্কে থাকতে হয়। কখন কি হয় বুঝা মুশকিল।
স্থানীয়দের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার মধ্যরাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। গুলিবিদ্ধ হয় এক শিশু।
উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ‘প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫