আওয়ামী লীগ রাজনীতি করবে কি না, তা দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাজ্যে
পাঠানো হবে। তিনি বলেন, "খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। কিন্তু বিগত সরকার তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে ছোট্ট একটি স্যাঁতস্যাঁতে কক্ষে বন্দী রেখেছিল। বর্তমানে তিনি অসুস্থ এবং দ্রুত চিকিৎসার জন্য বিলেত পাঠানো হবে।"মির্জা ফখরুল আরও বলেন, যারা দেশের মানুষ হত্যা করেছে, নির্যাতন চালিয়েছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫