Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না—এ দাবি উত্থাপন করেছেন তিনি। তিনি বলেন, "আওয়ামী লীগের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আমরা তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি।"


বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত "জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা" শীর্ষক আলোচনা

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, "একদিকে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করতে চান, অন্যদিকে তাদের বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচি বাধা দেবেন—এটা স্ববিরোধী। এটা ঠিক নয়।"


তিনি আরও বলেন, "বৈপ্লবিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাহার করেছে। আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের বিতাড়িত করেছে।"


আওয়ামী লীগ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দেবেন না—এটা মানি, সমর্থন করি। কিন্তু এভাবে কতদিন পুলিশ দিয়ে রাজপথে ঠেকাবেন? আপনারা বলবেন নির্বাচনে আওয়ামী লীগকে চাই না, আওয়ামী লীগ রাজনীতিতে থাকতে পারবে না। কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না।"


আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, "সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইন সংশোধন করার দাবি জানিয়েছিলাম। এ সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু হঠাৎ ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন, এটা করা যাবে না। কেন?"


তিনি আরও বলেন, "বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না। সংবিধানে বিধান সংযোজন আছে, সে অনুযায়ী আপনারা আইন করুন।"


বিএনপির এই নেতা বলেন, "কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে, সেই বিচারে হয়তো আওয়ামী লীগের রাজনীতি বিষয়ে অবজারভেশন আসবে। সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন হবে। তখনো আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে, আইন প্রণয়ন করতে হবে। এখন যদি আপনারা সোচ্চার হন বিচারের জন্য, বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের ফ্যাসিবাদী রাজনীতির নির্মূল হয়ে যাক। সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন।"


সালাহউদ্দিন আহমেদ বলেন, "বিচার বিভাগ সংস্কারের মধ্যে সে রিপোর্ট আসবে কি না, জানি না। তবে নিশিরাতের বিচারকদের বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্তভাবে স্বাধীন করা যাবে কি না, আমার সন্দেহ আছে।"


তিনি সতর্ক করে বলেন, "সরিষার মধ্যে ভূত রেখে কখনো সরকার সফল হতে পারবে না। বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনি ব্যবস্থা—সর্বত্র ফ্যাসিবাদের দোসরদের ক্লিন করতে হবে। একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সে সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনমুখী সংস্কারের দিকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে।"


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, "নির্বাচনমুখী সংস্কারের জন্য স্বল্প মেয়াদে যে সমস্ত সংস্কার দরকার, সেগুলো চিহ্নিত করুন, সব মহলের সঙ্গে আলোচনা করুন, আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন হয়, সেটা করবেন। সেজন্য কত সময় লাগবে, সেটা আমরা জানি।"


এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানসহ আঞ্চলিক সম্পাদক পরিষদের সদস্যরা।

১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন