টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পর্দায় যেমন সাহসী চরিত্রে অভিনয় করেন, বাস্তব জীবনেও তেমনি স্পষ্টবাদী। তিনি তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন, যা নিয়ে প্রায়ই সমাজে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন, তিনি জীবনে ছয়বার প্রেম করেছেন। কিন্তু সাম্প্রতিক এক বক্তব্যে তিনি এ সংখ্যা
সংশোধন করে মজার ছলে বলেন, "৬টা নয়, আসলে ৬০০টা প্রেম করেছি! আগে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। ক্যাওড়াতলা যাওয়ার আগে আরও একটি শূন্য যোগ করে নিলাম। এটাই তো জীবনের আসল উদ্দেশ্য!"সমালোচকদের তোয়াক্কা না করে তিনি আরও যোগ করেন, "এটা আমার জীবন। যদি ইচ্ছে হয়, ছয় হাজার মানুষকেও ভালোবাসব—এতে কার কী? আমি তো কাউকে মারছি না, ধর্ষণ করছি না, জালিয়াতি করছি না। সমাজে এত বড় বড় অপরাধ ঘটছে, সেগুলো নিয়ে কই তোমাদের মাথাব্যথা? প্রেম করলেই সমস্যা? তাহলে অন্য অপরাধগুলোই বা চলুক না!"
তিনি সমাজের দ্বিমুখী মানসিকতার দিকেও আঙুল তোলেন, "প্রেম নিয়ে সমস্যা শুধু নারীদের ক্ষেত্রেই। একজন পুরুষ যদি একাধিক সম্পর্কে জড়ায়, তাকে 'রোমান্টিক' বা 'এডভেঞ্চারাস' বলা হয়। কিন্তু একজন নারী যদি একই কাজ করে, তাকে গালি দেওয়া হয়। ছেলেরা ৬টা প্রেম করলে বলো, 'ওয়াও, কিং!' আর মেয়েরা করলেই 'বেশ্যা'? এই সমাজে আমরা বাস করছি!"
স্বস্তিকার মতে, জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করাই তার লক্ষ্য। "মৃত্যুর আগে আরও প্রেম করতে চাই, আরও মানুষকে ভালোবাসতে চাই। আমার হৃদয়ে ভালোবাসার ভাণ্ডার অফুরান, সেটা বিলিয়ে দিতে চাই। লিফলেটের মতো সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেব! জীবনটা আনন্দে ভরে তোলাই আমার ইচ্ছে,"—বলেন এই আবেদনময়ী অভিনেত্রী।
এই স্পষ্টবাদিতার জন্য স্বস্তিকা মুখার্জি যেমন প্রশংসা পান, তেমনই সমালোচনার মুখেও পড়েন। তবে তিনি নিজের পথে অবিচল, সমাজের রীতিনীতিকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন নিঃসংকোচে।
১০ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫