Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

রাজধানীর হাতিরঝিলে জি-টিভির সাংবাদিকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে, সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


রাহানুমা সারাহ জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাসা ছিল কল্যাণপুর এলাকায়। জানা গেছে, তিনি নোয়াখালীর সোনাইমুড়ী

উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে।


রাহানুমার স্বামী সায়েদ শুভ্র জানান, সাত বছর আগে তাঁরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলেন। ঘটনার দিন সারাহ অফিসে যান এবং রাতে বাসায় না ফিরে এক ব্যক্তির মাধ্যমে বাসা ভাড়ার টাকা পাঠান। শুভ্র তার সঙ্গে ফোনে কথা বলে জানতে চান কেন তিনি নিজে না এসে অন্যকে দিয়ে টাকা পাঠিয়েছেন। সারাহ জানিয়ে দেন যে তিনি ব্যস্ত রয়েছেন।


রাত ৩টার দিকে শুভ্র খবর পান, সারাহ হাতিরঝিলের পানিতে ঝাঁপ দিয়েছেন। দ্রুত হাসপাতালে পৌঁছে তিনি সারাহকে মৃত অবস্থায় পান।


শুভ্র জানান, তাঁদের মধ্যে কোনো ঝগড়া ছিল না, তবে কিছুদিন ধরে সারাহ বিচ্ছিন্ন হতে চাইছিলেন। তাঁরা দুজনই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে কাজী অফিসে যাওয়ার কথা চিন্তা করছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।


রাহানুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান, তিনি সারাহকে ঝিলের পানিতে ডুবতে দেখেন এবং দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সারাহর মরদেহ মর্গে রাখা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।


২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন