Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

আমিরের জীবনে নতুন নারী

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




দুইবার বিবাহবিচ্ছেদের পর বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও নতুন করে সংসার বাঁধার স্বপ্ন দেখছেন। তার প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে এখনও তার সুসম্পর্ক বজায় রয়েছে। গত বছর তার মেয়ে আইরা খানের বিয়েতে দুই সাবেক স্ত্রীকে নিয়ে সব অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেই ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে viral হয়েছিল। কিন্তু এখন সবই অতীত। নতুন

করে জীবনে ঘর করার স্বপ্ন দেখছেন মিস্টার পারফেকশনিস্ট।


বলিউডে গুঞ্জন উঠেছে যে, ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পেছনেও ফাতিমার প্রেমকেই দায়ী করা হচ্ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, ফাতিমা নন, আমিরের নতুন প্রেমিকা একজন বেঙ্গালুরু নিবাসী সুন্দরী নারী। ইতোমধ্যে তিনি পরিবারের সবার সঙ্গে আলাপও সেরে ফেলেছেন। পরিবারের সবাই নতুন এই জুটিকে স্বাগত জানিয়েছেন। তবে আমির খান তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে চান বলে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।


উল্লেখ্য, ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই আমির খানের নাম ফাতিমা সানা শেখের সঙ্গে জড়িয়ে আসছিল। ‘দঙ্গল’ এবং ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে বলে খবর প্রকাশিত হয়েছিল। ফাতিমা আমিরের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন এবং আমিরের মেয়ে আইরা খানের সঙ্গেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আইরার বাগদানের অনুষ্ঠানেও ফাতিমা উপস্থিত ছিলেন। কিন্তু আইরার বিয়েতে ফাতিমার অনুপস্থিতি সকলকে অবাক করে দেয়। তখন থেকেই আমির-ফাতিমার সম্পর্কে ফাটল ধরে বলে অনেকে ধারণা করছেন।


এখন আমির খানের নতুন প্রেমিকা কে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে আমির খান তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই আলোচনা করতে চান। তাই নতুন সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও, পরিবারের সদস্যদের স্বাগত জানানোর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছেন তিনি।

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন