Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

আলিয়া রণবীরের সঙ্গে মেহেদি লাগাতে গিয়ে ত্যক্তবিরক্ত হয়ে গিয়েছিলেন: আলিয়া

বিনোদন ডেস্ক:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চলতি মাসের ১৫ মার্চ ত্রিশে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ উপলক্ষ্যে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিজের সম্পর্কে অজানা অনেক তথ্য জানিয়েছেন এ অভিনেত্রী।

আলিয়া জানান, তার একটি বদভ্যাস হলো— কোনো শট শেষেই নাকে হাত দেওয়া। যে শটই হোক রাত বা দিন; শেষ করে নাকে হাত দেবেনই। শট শেষ করে আলিয়া আরেকটি কাজ করেন, সেটা হলো— কোনো সিরিজের একটি পর্ব দেখা। এটা নাকি তাকে চাঙ্গা রাখে।  

মন

খারাপ বা কোনো কারণে বিরক্ত হলে আলিয়া জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’-এর একটা পর্ব দেখেন। আলিয়ার আরেকটি স্বভাব, নিজের বোনকে উদ্ভট সব প্রশ্ন করা হয়। ভাবটা এমন, সব ধরনের প্রশ্নের উত্তর বোনের জানা।

আলিয়া ভিডিও থেকে আরও জানা গেছে, বরাবরই তিনি সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করেন। ছোটবেলায় হাতে মেহেদি লাগাতে খুব পছন্দ করতেন আলিয়া।
তবে নিজের বিয়ের আসরে নাকি মেহেদি লাগাতে গিয়ে ত্যক্তবিরক্ত হয়ে গিয়েছিলেন। মাঝেমধ্যে যে লিপস্টিক খেয়ে ফেলেন, সে কথাও অকপটে জানিয়েছেন আলিয়া।

সরাসরি দোকানে গিয়ে কেনাকাটা করতে মোটেও পছন্দ করেন না। আলিয়ার ভাষ্যে, তার নাকি এত ধৈর্য নেই। তবে অনলাইনে কেনাকাটায় বেশ স্বচ্ছন্দ তিনি । অন্ধকারে ভয় পান আলিয়া, চেষ্টা করেন সব সময় আলোতে থাকতে।  

বন্ধু ববির সঙ্গে প্রায়ই অভিনয়-অভিনয় খেলেন আলিয়া। সেখানে তিনি বরাবরই ছেলের ভূমিকা নেন আলিয়া। 

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন