মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর ফলে সারা দেশে মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে
এ সময় রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। একইসঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
রোববার ও সোমবারের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
মাঘ মাস শুরু হতে না হতেই পঞ্চগড়ে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন ধরে এই জেলায় তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশায় গোটা এলাকা আচ্ছন্ন, যা দিনের বেলাতেও বিরাজ করছে।
শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।
শীতের এমন তীব্রতায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। পাশাপাশি, স্থানীয়রা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে, এই শীতের অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫