যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, কিন্তু কোনো ধরনের অন্যায়, গণহত্যা বা অপরাধের সাথে জড়িত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় ফিরে আসতে পারেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়–সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে এখনো হয়নি। তবে জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসক (পূর্ণকালীন) নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করার বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে তিনি জানান।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে যে গণহত্যা সংঘটিত করেছে, তা জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে (জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন) উঠে এসেছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই গণহত্যাকারী ফ্যাসিস্টদের জন্য বিশ্বে যে নজির রয়েছে, আওয়ামী লীগেরও একই অবস্থা হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রের ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে মডেল হিসেবে দেখি। জার্মানিতে ফ্যাসিস্টদের কী হয়েছিল বা ইতালিতে কী হয়েছিল, তার উদাহরণ আমাদের সামনে রয়েছে। যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা প্রমাণিত, তাই আমরা মনে করি, দলীয়ভাবে আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটি কোন প্রক্রিয়ায় হতে পারে, কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সবার মতামত নেওয়া প্রয়োজন। আশা করি, এরপর সরকার একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন, তাদের অধিকাংশই এখন পলাতক অবস্থায় আছেন। গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা থাকায় তারা পলাতক বা কারাগারে রয়েছেন। তবে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, কিন্তু কোনো ধরনের অন্যায়, গণহত্যা বা অপরাধের সাথে জড়িত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় ফিরে আসতে পারেন। যদি তারা নির্বাচনে অংশ নেন, তাতেও কোনো বাধা নেই। কিন্তু যারা সাজাপ্রাপ্ত বা গণহত্যার সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫