Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানান।


বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ

রয়েছে যে, সাংবাদিকসহ অনেককে হয়রানির হাতিয়ার হিসেবে এই আইন ব্যবহার করা হচ্ছে। এজন্য আইনটি বাতিল বা সংশোধনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তরফ থেকে কিছুদিন ধরেই আলোচনা চলছিল।


সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছিলেন, এই সপ্তাহেই আইনটি বাতিল হবে। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুলও এই আইন বাতিলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছিলেন, সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং নতুন আইন করা হলে তাতে নাগরিক সুরক্ষা নিশ্চিত করা হবে।


সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ‘বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা’ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।


এর আগে, গত ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার আইনের অধীনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে এসব মামলায় গ্রেফতার ব্যক্তিরা দ্রুত মুক্তি পাবেন।


অপরদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার ৮১৮টি মামলা চলমান রয়েছে। এরমধ্যে ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত এক হাজার ৩৪০টি মামলা অন্তর্ভুক্ত, যার মধ্যে আইসিটি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা রয়েছে।


২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে করা ডিজিটাল নিরাপত্তা আইন ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে তার স্থলে সাইবার নিরাপত্তা আইন করা হলেও তা নিয়েও ব্যাপক সমালোচনা দেখা যায়। এবার অন্তর্বর্তী সরকার আইনটি বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন