Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আজ থে‌কে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




রমজান মাসে ব্যাংকের নতুন সময়সূচি শুরু হচ্ছে রবিবার থেকে। এই সময়সূচি অনুযায়ী, ব্যাংক লেনদেনের সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অন্যদিকে, ব্যাংক অফিসগুলো সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।


বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের একটি সার্কুলারে এই নতুন সময়সূচি জানানো হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান

মাসে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে, এই বিরতির সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম অব্যাহত রাখা যাবে।


রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের মতোই ফিরে আসবে বলে সার্কুলারে জানানো হয়েছে।


প্রতি বছর রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং সময়সূচিতে এই ধরনের পরিবর্তন আনে।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন