ইসরায়েলের ব্যাপক হামলার মুখে বিভিন্ন দেশের নাগরিকরা লেবানন ছেড়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারও লেবাননে থাকা ১,৮০০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল, ২১ অক্টোবর, প্রথম দফায় ৫৩ জন বাংলাদেশি দেশে ফিরবেন।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
এসে পৌঁছাবেন এই ৫৩ জন। তাদের মধ্যে ৭ জন শিশু এবং ৪৬ জন নারী-পুরুষ রয়েছেন।দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন। রাত ১টা ২০ মিনিটে তারা জেদ্দায় পৌঁছাবেন। এরপর, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি প্রদান করেই প্রবাসীরা দেশে ফিরতে পারবেন। এজন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। তবে লেবানন সরকার অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে।
গাজার যুদ্ধের পাল্টাপাল্টি হামলা এখন লেবাননেও ছড়িয়ে পড়েছে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল আক্রমণের কারণে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার আকুতি জানাচ্ছেন।
১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫