লম্বা সময় ধরেই নেইমারের ভক্তরা অপেক্ষায় ছিলেন তাকে মাঠে ফেরত দেখতে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নিজেই জানিয়ে দিলেন কবে তিনি মাঠে ফিরছেন।
গত বছরের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। চোট এতটাই গুরুতর ছিল যে, তাকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকেন
তিনি। এই সময়ে ব্রাজিল জাতীয় দল এবং তার ক্লাব আল-হিলালকে তার সার্ভিস ছাড়াই খেলতে হয়েছে, যা দলের জন্য ছিল একটি বড় ধাক্কা।সম্প্রতি আল-হিলালের কোচ জর্জ জেসুস নেইমারের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। তবে ঠিক কোন দিন তিনি মাঠে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি কোচ। নেইমার নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।
আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে আল-হিলাল মুখোমুখি হবে। এই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে কোচ জেসুস কিছুটা সংশয় প্রকাশ করেন, তবে তিনি বলেন, ‘সোমবারের ম্যাচের জন্য নেইমার স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন। আজ তার ইনজুরির এক বছর পূর্ণ হলো এবং তিনি এখন পুরোপুরি ফিট। আমরা দেখব আল-আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কি না। সব ঠিকঠাক থাকলে সে দলে থাকবে।’
এরপর, গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় নেইমার নিজেই নিশ্চিত করেছেন তার মাঠে ফেরার দিনক্ষণ। ভিডিওতে তিনি বলেন, ‘আমি জানি আপনারা উদ্বিগ্ন, আমিও উদ্বিগ্ন ছিলাম। ২১ অক্টোবর, আমি ফিরছি।’ সেই ম্যাচেই আল-হিলাল ও আল-আইন মুখোমুখি হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে।
নেইমারের মার্কেটিং প্রতিষ্ঠান এনআর স্পোর্টস থেকেও একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, ‘যদিও তার মাঠে ফেরার কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত ছিল না, তবে সোমবার আবারও তাকে ১০ নম্বর জার্সিতে দেখা যাবে। দীর্ঘ ইনজুরি ও কষ্টের দিন পার করে তিনি মাঠে ফেরার জন্য ব্যাকুল ছিলেন। পরিবার ও বন্ধুদের সহায়তায় তিনি সেই কঠিন সময় পার করতে পেরেছেন। বিশ্বের সব ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন নেইমার।’
২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। তবে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।
১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫