Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ব

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৯ শিশু

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো

আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ জন শিশু নিহত হয়েছে। সোমবার গজনির প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা হামিদুল্লাহ নিসার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রদেশে গেরু জেলায় এ ঘটনা ঘটেছে উল্লেখ করে হামিদুল্লাহ নিসার বলেন, ‘আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় ল্যান্ডমাইনটি সেখানে পোঁতা হয়েছিল। গতকাল হঠাৎ সেটি বিস্ফোরিত

হয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। যে মাঠে মাইনটি পোঁতা ছিল, তার কাছেই খেলছিল শিশুরা।’


১৯৭৯ সালে আফগানিস্তানে অভিযান চালিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। দশ বছর স্থায়ী হয়েছিল সেই অভিযান। মূলত সেই অভিযানের জেরেই গত শতকের নব্বইয়ের দশকে উত্থান ঘটে বর্তমানে ক্ষমতাসীন তালেবান বাহিনীর।


অভিযানের সময় দেশটির বিস্তৃত এলাকাজুড়ে ল্যান্ডমাইন, মর্টারসহ বিভিন্ন বিস্ফোরক পুঁতেছিল সোভিয়েত বাহিনী। সেগুলোর অধিকাংশই এখনও নিষ্ক্রিয় করা হয়নি।  


সূত্র : এএফপি

১০ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন